দশম সংসদের অষ্টম অধিবেশন শেষ

শেষ হলো চলতি দশম সংসদের অষ্টম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য বসা এই অধিবেশন শুরু হয়েছিল গত ৮ নভেম্বর।

সংসদ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 03:21 PM
Updated : 23 Nov 2015, 03:50 PM

সোমবার রাতে সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

১২ কার্যদিবসের এই অধিবেশনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ে প্রার্থী ও প্রতীকে নির্বাচন করতে চারটি বিল পাস হয়।

সংসদ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্য নিয়ে উত্তপ্ত আলোচনা হয়।

সংসদ সদস্যদের অভিযোগ, টিআইবি সংসদকে ‘অবমাননাকর’ বক্তব্য দিয়েছে। ওই আলোচনায় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ টিআইবিকে সংসদের বিশেষ অধিকার কমিটিতে তলব করার দাবি জানান।

এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সংসদে অনির্ধারিত আলোচনা করেন এমপিরা।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে মোট ১১টি বিল পাস হয়। কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪২১ নোটিশ পাওয়া যায়। যার মধ্যে ১৮টি  গ্রহণ করা হয়।

৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ১০৫টি।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ১২৬ টি প্রশ্ন পাওয়া যায়, এরমধ্যে তিনি ৪৪ টি প্রশ্নের উত্তর দেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার মোট ২ হাজার ৫৯৫ টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন এক হাজার ৭৪৯টির।