রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 12:27 PM
Updated : 23 Nov 2015, 01:45 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ এসময় শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রেস সচিব বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছে উল্লেখ করে রাষ্ট্রপতি পাঠ্যক্রমের বাইরের কর্মসূচি হাতে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান।”

এছাড়া শিক্ষার্থীদের ‘মুক্তচিন্তার’ অনুশীলন করার আগ্রহ তৈরির ওপর জোর দেন রাষ্ট্রপতি।

‘ট্যুরিজম ও হসপিটালিটি’ নামে একটি কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালুর কথা রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দল।

প্রেস সচিব জানান, প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। তারা আরও জানায়, সমাবর্তন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭টি অঞ্চলে অনুষ্ঠিত হবে।

শিক্ষার মান বাড়াতে ও উৎসাহ জোগাতে শ্রেষ্ঠ কলেজ ও শ্রেষ্ঠ শিক্ষক পদক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দল।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।