মুদ্রা পাচারে যৌথ তদন্তের সুযোগ রাখতে বিল পাস

মুদ্রা পাচারের অপরাধ তদন্তে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে অন্য তদন্ত সংস্থার অংশ নেওয়ার বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 04:22 PM
Updated : 22 Nov 2015, 04:22 PM

রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) বিল-২০১৫’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

গত ১৬ নভেম্বর বিলটি সংসদে তোলা হয়। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

অর্থমন্ত্রী জানান, ২০১২ সালে প্রণীত আইনের কার্যকারিতা বাড়াতে, বিশেষত তদন্ত সংক্রান্ত বিধানগুলো আরও কার্যকর করতে করতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

দুদকের পাশাপাশি পুলিশের সিআইডি, বাংলাদেশ কাস্টমস ও কর বিভাগ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে মানিলন্ডারিং অপরাধ তদন্তের দায়িত্ব দেওয়ার লক্ষ্যে সংশোধন করা না হলে বাংলাদেশের মানিলন্ডারিং প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানান তিনি।

সংসদে অধিবেশন না থাকায় গত ১১ অক্টোবর জাতীয় স্বার্থে অর্ডিন্যান্স আকারে জারি করা হয়।