বাংলাদেশের উন্নয়নে সহায়তার আশ্বাস রানি ম্যাক্সিমার

বাংলাদেশের উন্নয়নে সবসময় সহায়তা দেওয়ার কথা বলেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2015, 09:17 AM
Updated : 18 Nov 2015, 09:17 AM

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে  রানি ম্যাক্সিমা এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

রানি ম্যাক্সিমা দুপুরে গণভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

রানি ম্যাক্সিমার সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম বলেন, “রানি ম্যাক্সিমা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে সব সময় সহায়তা দেওয়ার জন্য নেদারল্যান্ডস প্রস্তুত।”

২০১২ সালে মধ্য আয়ের দেশে উন্নীত হতে যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ নির্ধারণ করেছে, তা পূরণের জন্য সব ধরনের সহায়তা দেওয়ার কথাও বলেন নেদারল্যান্ডসের রানি।   

রানি ম্যাক্সিমা বাংলাদেশ সফরে ‘অভিভূত’ বলে বলে জানিয়েছেন।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ মোবাইল ব্যাংকিংয়েরও প্রশংসা করেন রানি ম্যাক্সিমা।

বাংলাদেশের দুই কোটি ৯০ লাখ নাগরিক মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত শুনেও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও নেদারল্যান্ডস ব-দ্বীপ অঞ্চল হওয়ায় অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন রানি ম্যাক্সিমা।

বাংলাদেশের ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে এর অংশ হিসাবে নদীর নাব্যতা বৃদ্ধি, ভূমি পুনরুদ্ধার, বন্যা প্রতিরোধ বাঁধ এবং উপকূলীয় এলাকায় সবুজায়নের কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির অংশ হিসাবে কৃষক, নারী, শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

কৃষকদের উন্নয়নে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এছাড়া কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়টিও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, এই সুবিধার আওতায় প্রায় এক কোটি ৬০ লাখ কৃষক অ্যাকাউন্ট খুলেছে।    

পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং মুখ্য সচিব আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সাক্ষাত করেন রানি ম্যাক্সিমা।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আর্থিক প্রক্রিয়ায় সব মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছান ডাচ রানি।

মঙ্গলবার গাজীপুরে পোশাক কারখানা, একটি বাড়ি একটি খামার প্রকল্প ও ডিজিটাল সার্ভার সেন্টার পরিদর্শনে ব্যস্ত সময় কাটিয়েছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা।

এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা ছাড়াও ব্যাংক ও ক্ষুদ্রঋণের সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে কথা বলেছেন।

বুধবার রাতে ডাচ রানির ঢাকা ছাড়ার কথা রয়েছে।