সু চিকে অভিনন্দন হাসিনার

মিয়ানমারের পার্লামেন্টে নির্বাচনে জয়ের পথে থাকা অং সান সু চিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2015, 07:56 PM
Updated : 9 Nov 2015, 07:57 PM

সোমবার প্রতিবেশী দেশটির নির্বাচনের ফল স্পষ্ট হওয়ার পর এক বিবৃতিতে এই অভিনন্দন বার্তার কথা জানানো হয়।

দীর্ঘকাল সেনাশাসনে থাকা মিয়ানমারে ২৫ বছর পর গত রোববার প্রথমবারের মতো সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভোট হয়।

নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত ফল ঘোষণা না করলেও মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামের নায়ক অং সানের মেয়ে সু চির দলের জয় অনেকটাই স্পষ্ট। ক্ষমতাসীন দলও পরাজয় মেনে নিয়েছে।

সু চিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের জাতির জনকের কন্যা শেখ হাসিনা বলেছেন, এই জয় ‘আপনার প্রতি জনগণের ভালবাসা, সম্মান এবং বিশ্বাসেরই প্রমাণ দেয়’।

“জনগণের এই রায় থেকেই বোঝা যায়, সত্যিকারের গণতন্ত্রের পথে ব্যাপক পরিবর্তনের এবং সত্যিকার অর্থে সকল জাতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রয়োজন ও আকাঙ্ক্ষার সমন্বয়ে একটি বহুজাতিক রাষ্ট্র হয়ে ওঠার পথেই আছে মিয়ানমার।”

মিয়ানমারের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রিক সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজের নতুন সুযোগ সৃষ্টি করে দেবে বলেও আশাবাদী বাংলাদেশের সরকার প্রধান।

“আমাদের জনগণ ও সংস্কৃতির ঐতিহাসিক বন্ধন এবং পারস্পরিক সম্মান ধরে রাখার এই সুযোগকে কাজে লাগাতে হবে।” 

দক্ষিণ–পূর্ব এশিয়ায় যোগাযোগের দ্বার হিসেবে বাংলাদেশের কাছে মিয়ানমারের গুরুত্বও তুলে ধরেন শেখ হাসিনা।

মিয়ানমারের ‘শান্তি, উন্নয়ন ও স্থায়িত্বের’ পথে বাংলাদেশ সবসময়ই সহযোগী হিসেবে থাকবে বলেও সু চিকে প্রতিশ্রুতি দেন হাসিনা।

শেখ হাসিনা তার দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও সু চিকে আভিনন্দন জানান।