জলবায়ু: ঘরহারাদের কথা বিশ্ব ফোরামে তোলার আশ্বাস

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘর-বাড়ি হারানো মানুষের কষ্টের কথা বিশ্ব জলবায়ু সম্মেলনের পাশাপাশি জাতিসংঘের সব উন্নয়ন ফোরামে প্রধান আলোচ্য সূচি হিসাবে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেবেন বলে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2015, 03:57 PM
Updated : 7 Nov 2015, 03:57 PM

শনিবার জাতীয় প্রেসক্লাবে জলবায়ু তাড়িত বাস্তুচ্যুতি বিষয়ক একটি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শহীদুল হক বলেন, “জলবায়ু তাড়িত বাস্তুচ্যুতি বিষয়টিকে শুধু প্যারিসে অনুষ্ঠেয় বৈশ্বিক জলবায়ু সম্মেলনেই নয়,বরং জাতিসংঘের সকল উন্নয়ন ফোরামেই প্রধান আলোচ্যসূচি হিসাবে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, ১১০টি দেশের একটি আন্তঃরাষ্ট্রীয় ফোরাম ‘গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম’র নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। আগামী বছর ঢাকায় এই ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে।

“সেখানে জলবায়ু তাড়িত বাস্তুচ্যুতি হবে প্রধান আলোচ্য সূচি।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, সৈয়দ আমিনুল হক, রেজাউল করিম চৌধুরী বক্তব্য রাখেন।

বেসরকারি সংস্থা কোস্ট ও ইক্যুইটিবিডি এই অনুষ্ঠানের আয়োজন করে।