প্রকাশক-ব্লগারদের উপর হামলায় ব্রিটিশ মন্ত্রীর উদ্বেগ

বাংলাদেশে প্রকাশক ও ব্লগারদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী হুগো সুয়্যার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2015, 10:38 AM
Updated : 2 Nov 2015, 10:38 AM

শনিবার জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে আহত করার প্রেক্ষাপটে টুইট করেন তিনি।

রোববার রাতে ওই টুইটে সার্বিকভাবে মত প্রকাশের স্বাধীনতা  ‘রক্ষা করা অত্যাবশ্যক’ বলেও অভিমত দিয়েছেন ব্রিটিশ উপমন্ত্রী হুগো সুয়্যার।

টুইটে তিনি বলেন, “ব্লগার ও প্রকাশকদের উপর আরও একটি ভয়াবহ হামলায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

এর আগে একই ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জার্মানি।

তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি ঝুঁকিতে থাকা নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

শনিবার ঢাকায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর কর্ণধার দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।

আর লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয় এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, ব্লগার তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে।

এই দুই প্রকাশনী থেকে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের কয়েকটি বইটি প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন।

চলতি বছরই এর আগে আরও তিন জন ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।