সাফারি পার্কে ভালো আছে বিলাসিরা

বিলাসি, বন্যা, তমাল, তন্নি ও তামান্না; নামগুলো আদতে মানুষের মত শোনালেও এরা গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নেওয়া পাঁচ সিংহশাবক।     

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2015, 10:43 AM
Updated : 16 Oct 2015, 10:43 AM

প্রায় তিন মাস আগে তপতী ও ঐশিকা জন্ম দিয়েছে এই পাঁচ শাবককে।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৩ জুলাই সাফারিতে তিনটি সিংহশাবক জন্ম দেয় তপতী। এর মধ্যে একটি শাবক মারা গেছে। এর আগে ২৮ জুন ঐশিকা প্রসব করে তিনটি বাচ্চা।

এ হিসেবে তপতীর শাবকদের বয়স ২ মাস ২১ দিন এবং ঐশিকার তিন শাবকের বয়স ৩ মাস ১৬ দিন।

“প্রথমবারের মত বাচ্চা প্রসাব করায় তপতীর শাবকদের হ্যান্ড রিয়ারিংয়ের মাধ্যমে দুধ খাওয়ানো হচ্ছে। এদের বৃদ্ধিও স্বাভাবিক।”

ঐশিকা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছে বলে জানান তপন কুমার দে।

সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মা সিংহী দুটি এবং শাবক পাঁচটি সার্বক্ষণিকভাবে দেখাশোনার জন্য একজন পশু চিকিৎসক ও একজন বন্যপ্রাণী সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।”