পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত স্থগিত জগন্নাথ শিক্ষক সমিতির

ভর্তি পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 07:15 PM
Updated : 13 Oct 2015, 07:15 PM

মঙ্গলবার শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

অষ্টম বেতন কাঠামো পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত ৭ অক্টোবর এক  সভায় ভর্তি পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল।

ধারাবাহিক আন্দোলনের কর্মসূচিতে কর্মবিরতি করে সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা (ফাইল ছবি)

ওই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওই দিনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়।

পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুরোধে শিক্ষক সমিতি কেবল ৯ অক্টোবরের ‘বি’ ইউনিটের পরীক্ষা নিতে সম্মত হয়।

‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হলেও অন্যান্য পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিভেদ দেখা দেয়। পরীক্ষা নেওয়ার পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা।

এরইমধ্যে মঙ্গলবার জরুরি সাধারণ সভায় বসে শিক্ষক সমিতি।

আগামী ১৬ অক্টোবর ‘সি’, ৩০ অক্টোবর ‘এ’, ৬ নভেম্বর ‘ডি’ এবং ১৩ নভেম্বর ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা রয়েছে।