ভূমি অফিসে ভাঙচুর, বাবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভাঙচুর ও এক কর্মচারীকে মারধরের অভিযোগে ছাত্রলীগের এক নেতা এবং তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 03:33 PM
Updated : 13 Oct 2015, 03:33 PM

নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, মঙ্গলবার দুপুরের এ ঘটনার পর তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নবীনগর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান ও তার বাবা আবুল বাশার (৫৫)।

মারধরে আহত ওই কার্যালয়ের অফিস সহকারী শরীফ উদ্দিনকে (৩২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. ইউনুস।

শরীফ উদ্দিনের বরাত দিয়ে ওসি বলেন, আবুল বাশার ওই অফিসে গিয়ে জমিজমার কাগজপত্র দেখতে চেয়েছিলেন।

“এ সময় শরীফ উদ্দিন তাকে অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে টেবিলে আঘাত করে কাচ ভেঙে ফেলেন। এছাড়া শরীফকে মারধর করেন। এ ঘটনার পর মনিরুজ্জামান বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে ।”

ডা. মো. ইউনুস বলেন, শরীফের মাথায় আঘাত করা হয়েছে। ভর্তি করার পর তিনি বেশ কয়েকবার বমি করেছেন।

এ ঘটনায় শরীফ উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় বাবা-ছেলেকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান ওসি ইমতিয়াজ আহমেদ।