চাঁদপুরে হাসপাতালে যুবককে নির্যাতন, আটক ৩

চাঁদপুরে একটি হাসপাতালে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে এক যুবককের মাথা ন্যাড়া করে নির্যাতন চালানো হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 01:25 PM
Updated : 13 Oct 2015, 01:25 PM

মঙ্গলবার শহরের জেএম সেনগুপ্ত রোডের চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো.মামুনুর রশিদ।

এ ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি।

নির্যাতনের শিকার মো. নাসির (২০) চাঁদপুর শহরের জামতালার মো. বিল্লাল হোসেনের ছেলে।

আটকরা হলেন হাসপাতালের কর্মচারী অনিতা (৪০), রাব্বি (২৫) ও জুয়েল (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দুপুরে হাসপাতালের ৪০৮ নম্বর কেবিনে থাকা এক রোগীর মোবাইল ফোন চুরি হয়। ফোনটি নাসির চুরি করেছেন এমন অভিযোগ এনে হাসপাতালের লোকজন নাছিরকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালায়।

“হাসপাতালের স্টাফরা নাছিরকে হাসপাতালে সিঁড়ি দিয়ে টেনে চার তলার ছাদে নিয়ে যায়। সেখানে জুতা দিয়ে মারধর করে ও এক পর্যায়ে তার মাথা ন্যাড়া করে দেয়।”

পরে তাকে জুতার মালা পরিয়ে বেল্ট দিয়ে পেটাতে পেটাতে ছাদ থেকে নিচে নামানো হয় বলে ওসি জানান।

এ ঘটনায় নাসিরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান ওসি।

তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকিদের ধরতে অভিযান চলছে।