দিনাজপুরে কলেজছাত্রী নিহতের ঘটনায় মানববন্ধন

দিনাজপুরে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রী প্রীতিলতা রায় নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 11:33 AM
Updated : 13 Oct 2015, 11:33 AM

মঙ্গলবার দুপুরে শহরের বালুবাড়ী সড়কে সরকারি মহিলা কলেজের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। প্রীতিলতা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

কর্মসূচি চলাকালে কলেজের সামনে স্পিড ব্রেকার নির্মাণ, শহরে সব ধরনের যান চলাচলে ট্রাফিক আইন প্রয়োগ, গাড়ির গতি নিয়ন্ত্রণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ট্রফিক পুলিশ নিয়োগের দাবি জানানো হয়।

মানববন্ধনে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ছাড়াও শহরের কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের কয়েক হাজার ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশ নেন।

সোমবার চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে প্রীতিলতা রায় (১৭) কলেজের সামনের রাস্তা পারা হতে গেলে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। হাসপাতলে নেওয়া পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।