রিমান্ড শেষে কারাগারে ক্রিকেটার শাহাদাত

গৃহকর্মী নির্যাতনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 10:55 AM
Updated : 13 Oct 2015, 10:55 AM

মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।

অবশ্য শাহাদাতের আইনজীবী কাজী মো. নজিববুল্যাহ হিরু তার জামিন আবেদন করেছিলেন।

শুনানি শেষে মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠোনোর আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার ক্রিকেটার শাহাদাতকে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন।

জামিন শুনানিতে হিরু বলেন, “প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে শাহাদাতকে ৫০ লাখ টাকা খরচ করে হাঁটুর চিকিৎসা করা হয়েছে অষ্ট্রেলিয়াতে। দেশের মূল্যবান এ সম্পদকে অন্যের (স্ত্রীর) দোষে আটকে রাখা ঠিক হবে না।”

তবে শাহাদাতের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে ঘটনা ঘটে থাকলে তা ‘প্রচণ্ড অন্যায় ও অমানবিক কাজ’ হয়েছে বলেও শুনানিতে উল্লেখ করেন তিনি।

হিরু বলেন, “যা হয়েছে তা প্রচণ্ড অন্যায় ও অমানবিক- সেটা আমিও মানি। কিন্তু দেশের ক্রিকেটের জন্য তাকে জামিন দেওয়া হোক।”

এ সময় জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ থেকে বক্তব্য রাখা হয়।

এর আগে গত ৪ অক্টোবর একই মামলায় শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্য গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতের আবেদন করা হলেও আদালত কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয়।

গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়।

পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী ওই শিশুকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেলক হক নামে এক সাংবাদিক।  

পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি।

এ ঘটনায় সাংবাদিক মোজাম্মেল বাদী হয়ে মামলা করলে ‘পালিয়ে যান’ জাতীয় দলের এই ক্রিকেটার ও তার স্ত্রী।

নির্যাতনের যে বর্ণনা ওই শিশু আদালতের জবানবন্দিতে দিয়েছে তাতে বলা হয়েছে, শাহাদাত রুটি বানানোর বেলন দিয়ে তাকে পিটিয়ে পরে আবার আঘাতের স্থানে বরফ লাগাতেন।

চোখের উপর অংশে বেশ কয়েকবার বেলন দিয়ে পেটানো হয়েছে বলেও আদালতকে জানিয়েছে মেয়েটি।

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় শাহাদাতকে জাতীয় দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।