অষ্টগ্রামে উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

নিজের এলাকা কিশোরগঞ্জের অষ্টগ্রামে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 10:44 AM
Updated : 13 Oct 2015, 10:44 AM

মঙ্গলবার সকালে প্রথমে অষ্টগ্রাম ডাকবাংলো থেকে ‘ইজিবাইকে’ চড়ে মসজিদজাম সেতুর নির্মাণ কাজ দেখেন আবদুল হামিদ। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেতুটি সময়মতো ও সঠিকভাবে শেষ করার নির্দেশনা দেন।

এছাড়া রাষ্ট্রপতি অষ্টগ্রামের বিভিন্ন ইউনিয়নের মধ্যে যাতায়াতের জন্য নির্মাণাধীন কয়েকটি রাস্তার কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

স্বাধীনতার পর অংশ নেওয়া প্রতিটি সংসদে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম থেকে প্রতিনিধিত্বকারী সাবেক স্পিকার আবদুল হামিদ পরে পূর্ব অষ্টগ্রামের আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয়ে যান।   

সেখানে তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের লেখাপড়ার খবন নেন।

আবদুল হামিদের যাতায়াতের পথে এলাকার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানায়। এসময় তিনিও তাদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে অষ্টগ্রামে পৌঁছান রাষ্ট্রপতি। একদিন থেকে মঙ্গলবার দুপুরে ঢাকা ফেরেন তিনি।