আশুগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 05:24 AM
Updated : 13 Oct 2015, 05:24 AM

মঙ্গলবার সকাল ৬টার দিকে বগইর ও খড়িয়ালা গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে আশুগঞ্জ থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, নিহত মো. নুরুল আমিনের বাড়ি বগইর গ্রামে। টেঁটাবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। 

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা ‘গুরুতর’।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একসপ্তাহ আগে টাকা লেনদেন নিয়ে বগইর গ্রামের নাহরিন নামের এক নারীর সঙ্গে খড়িয়ালা গ্রামের আবু তালেবের কথা কাটাকাটি হয়।

“এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার বিকেলের দিকে দুই গ্রামের লোকজন কথা কাটাকাটি ও পরে হাতাহাতিতে জড়ায়। এর জেরে আজ (মঙ্গলবার) সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। টেঁটাবিদ্ধ অবস্থায় নুরুলকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।”