বেতারযন্ত্র আমদানি-বিক্রিতে বিটিআরসির সতর্কতা

অনলাইনে বা প্রকাশ্যে বেতারযন্ত্র আমদানি, বিতরণ, পরিবেশন, ইজারা ও বিক্রয়ে বিশেষ সতর্কতা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2015, 11:30 AM
Updated : 11 Oct 2015, 12:26 PM

রোববার এক সতর্কবাণীতে বিটিআরসি বলেছে, পূর্বানুমতি ছাড়া বেতারযন্ত্র সংক্রান্ত যে কোনও কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হল।

সম্প্রতি বিটিআরসির নজরে এসেছে এক শ্রেণির বিক্রেতা বা সংস্থা বিটিআরসির অনুমতি ছাড়া প্রকাশ্যে বা অনলাইনে বিভিন্ন ধরনের বেতারযন্ত্র আমদানি, বিতরণ,পরিবেশন, ইজারা ও বিক্রয় করছে।

এ বিষয়ে নিয়মিত বাজার মনিটিরং কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে বিটিআরসি বলেছে, বেতারযন্ত্রের অবৈধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমদানি নীতি আদেশ ২০১২-১৫ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী যে কোনও প্রকার বেতার যন্ত্রপাতি (যেমন: মোবাইল ফোন হ্যান্ডসেট, সিমযুক্ত ট্যাবলেট পিসি, ওয়াকি-টকি, বেইস, রিপিটার, ফিক্সড ওয়ারলেস ফোন, মডেম, ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) রিসিভার ও অ্যান্টেনা, স্যাটেলাইট টিভি রিসিভার ইত্যাদি ও অন্যান্য বেতারযন্ত্র) আমদানির ক্ষেত্রে আবশ্যিকভাবে বিটিআরসির অনুমতি নিতে হয়।