আ. লীগ সমর্থিত বিএফইউজের নির্বাচন ২৮ নভেম্বর

আগামী ২৮ নভেম্বর সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আওয়ামী লীগ সমর্থিত অংশের নির্বাচন অনুষ্ঠিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 01:35 PM
Updated : 10 Oct 2015, 01:35 PM

শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কর্নারে বিএফইউজের এই অংশের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় আগামী ১৩ নভেম্বর ঢাকায় বিএফইউজের প্রতিনিধি সম্মেলন এবং ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্য্ন্ত ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রবীণ সাংবাদিক আবু তাহেরকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে।

এর আগে বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য নাসিমুন আরা হক মিনু, আবদুল মান্নানসহ চট্টগ্রাম, খুলনা, যশোর, রাজশাহী, ময়মসিংহ নারায়নগঞ্জ, দিনাজপুর, বগুড়ার কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা সাংবাদিকদের দাবি-দাওয়া আদায়ের বিষয়ে ইউনিয়নের নেতৃত্বে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে ক্ষোভপ্রকাশ করে অবিলম্বে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান।

এছাড়া সভায় জাতিসংঘের পরিবেশ ও জলবায়ু বিষয়ক ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পদক লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়।