রাজধানীতে চার মিষ্টি দোকানকে জরিমানা

রাজধানীর যাত্রাবাড়ি এবং কদমতলীর ধোলাইখাল এলাকায় চারটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 01:00 PM
Updated : 10 Oct 2015, 01:00 PM

মেয়াদউত্তীর্ণ রং, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার, ময়লা জায়গায় মিষ্টি তৈরি করার অভিযোগে রস, ভাগ্যকুল, বনফুল, বিক্রমপুর নামে এই চার মিষ্টির দোকানে অভিযান চালান হয়।

র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শনিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাত্রাবাড়ির ভাঙ্গাপ্রেস এলাকায় রস নামে মিষ্টির দোকানে দুপুরে অভিযান চালায় দলটি।

সেখানে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য, মেয়াদউত্তীর্ণ রং ব্যবহার, ময়লা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় কিছু মিষ্টি, দই, ঘি নষ্ট করে ফেলা হয়।

পরে দলটি আদি বনফুল মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ধোলাইখাল এলাকায় শ্রীনগর বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার এবং ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালায় র‌্যাবের এই দলটি।

এই দুটি দোকান থেকে ৫ মণ পঁচা মিষ্টি জব্দ করে নষ্ট করে ফেলা হয়।

পরে এই দুই প্রতিষ্ঠানকে যথাক্রমে দেড়লাখ ও এক লাখ টাকা করে জরিমানা করে র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।