ঝিনাইদহে ৪ অপহরণকারী গ্রেপ্তার

ঝিনাইদহে এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 10:57 AM
Updated : 10 Oct 2015, 10:57 AM

এরা হলেন- চুয়াডাঙ্গার জেলা শহরের মোস্তাফিজুর রহমান মিল্টন, আমির হোসেন, মামুনুর রশিদ ও তৌফিক আহমেদ ইরান। 

শনিবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ ঝিনাইদহের কমান্ডার মেজর মোহাম্মদ সুরুজ মিয়া জানান, শুক্রবার রাতে চুয়াডাঙ্গার শান্তিপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক হয়।

অপহৃত আল-ইমরান শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের উসমান গনির ছেলে ও সরকারি কেসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

র‌্যাব কর্মকর্তা সুরুজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিল্টন একটি মেয়ের ছবি ও নাম ব্যবহার করে একটি ফেইসবুক আইডি খুলে ইমরানের সঙ্গে বন্ধুত্ব করেন। তাকে ফাঁদে ফেলতে মিল্টন তার এক বান্ধবীকে দিয়ে ইমরানের সঙ্গে মোবাইলে কথা বলান।

“ইমরানের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত ৬ অক্টোবর ওই মেয়েকে দিয়ে ফোন করিয়ে ঝিনাইদহ ভেটেরোনারি কলেজের সামনে তাকে ডেকে পাঠানো হয়। ইমরান সেখানে গেলে মিল্টন ও তার বন্ধুরা তাকে অপহরণ করে চুয়াডাঙ্গায় নিয়ে যায়।”

এরপর মিল্টন মোবাইল ফোনে ইমরানকে দিয়ে তার বাবার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে তার বাবা ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। এরপর ইমরানকে ছেড়ে দেওয়া হয়।

এই র‌্যাব কর্মকর্তা জানান, ইমরান বাড়ি ফিরলে তার বাবা ঘটনাটি র‌্যাবকে জানায়।এরপর ইমরান ও তার সহযোগীদের ধরতে র‌্যাবের অভিযান শুরু হয়।

অভিযানে তাদের কাছ থেকে মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান তিনি।