কেরানীগঞ্জে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

বুড়িগঙ্গায় একটি লঞ্চে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার হয়েছেন, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে নৌ-পুলিশের দাবি।

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 06:11 AM
Updated : 10 Oct 2015, 06:11 AM

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরিশালের মুলাদি থানার গাঁওছা হোসনাবাদ গ্রামের মৃত বুলু বেপারীর ছেলে আবুল কালাম  (৫৭) এবং মাদারীপুরের শিবচর থানার কুতুবপুর গ্রামের মৃত বাসেদ মোল্লার ছেলে গিয়াসউদ্দিন জিয়া (৪০)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ফরাশগঞ্জে বুড়িগঙ্গার নদীর গুদারা ঘাটের পন্টুনে ভেড়ানো একটি লঞ্চে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছ থেকে পাঁচটি হাতবোমা, তিনটি ধারাল ছোরাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে।”

রাতেই দুজনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।