ঢাকা মেডিকেল থেকে আসামির পলায়ন

পাহারায় থাকা পুলিশকে ফাঁকি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে পালিয়েছেন খুনের মামলার এক আসামি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 06:01 AM
Updated : 10 Oct 2015, 06:01 AM

তার নাম তাজুদ খাঁ (৩৫)। বৃহস্পতিবার নেত্রকোনা থেকে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকার হাসপাতালে আনা হয়েছিল।

শনিবার সকালে তাজুদ পালিয়ে যান বলে পুলিশ জানায়। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার লক্ষ্মীপুর গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাজুদের পাহারায় শুক্রবার সন্ধ্যার পর ছিলেন রাজারবাগ পুলিশ লাইনের সহকারী উপ পরিদর্শক নিরঞ্জন কুমার দাস ও কনস্টেবল মাসুদ রানা।

নিরঞ্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৭টার দিকে আসামিকে বাথরুম করাই। এরপর খালি গায়ে ও খালি পায়ে সে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে হাঁটাচলা করছিল।”

এরপর কোনো এক ফাঁকে পালিয়ে যান তাজুদ।  

তাজুদের হাতে কোনো হ্যান্ড কাপ ছিল না। পুলিশ কর্মকর্তা নিরঞ্জন বলেন, ‘ভুলবশত’ হ্যান্ডকাপ আনেননি তিনি।

তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ স্পষ্ট করে জানাননি খুনের আসামির পাহারার ডিউটিতে যেতে হচ্ছে। তারা কেবল বলেছিলেন, আসামি হল ‘ডেঞ্জারাস’।”

আসামি পালানোর ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন নিরঞ্জন। “ওয়ারলেসে বিভিন্ন জায়গায় মেসেজ দেওয়া হয়েছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।”

নেত্রকোনার আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিলের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে তুহিন নামের এক যুবককে হত্যার এজাহার নামীয় আসামি তাজুদ।  বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।