নিষেধাজ্ঞার পর মেঘনায় নেমেছে জেলেরা

মা ইলিশ রক্ষায় মাছ শিকারে ১৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে মেঘনায় নেমেছে চাঁদপুরের জেলেরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 04:34 AM
Updated : 10 Oct 2015, 07:16 AM

মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার থেকে মতলব উত্তরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাজুড়ে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষেধ ছিল।

শুক্রবার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই নৌকা ও জাল নিয়ে নেমে পড়ে জেলেরা।

সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জেলে মো. হানিফ, আবু ছৈয়াল ও কাশেম খাঁ বলেন, ১৫ দিন তাদের বেশ কষ্টে কাটাতে হয়েছে।

আশ্বিনে ভরা পূর্ণিমায় ইলিশ প্রচুর ডিম পাড়ে। এজন্য পূর্ণিমার আগের ও পরের ১৫ দিনকে ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময়ে মা ইলিশ উপকূলীয় এলাকা থেকে ডিম ছাড়ার জন্য পদ্মা-মেঘনায় চলে আসে।

ইলিশের উৎপাদন বাড়াতে কয়েক বছর ধরেই এ সময়ে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। 

এদিকে নিষেধাজ্ঞার সময় মাছ শিকারকালে মোট ২৯১ জেলেকে আটক, ৮ লাখ ৩৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮শ’ ২৯ কেজি ইলিশ জব্দ করার কথা জানান চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই সময়ে ১শ’ ৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। মামলা হয়েছে ১শ’ ৫০টি।

নিষেধাজ্ঞার সময় জব্দ ইলিশ

আটক জেলেদের মধ্যে ৩৪ জনকে ১ লাখ ৯০ হাজার ২শ’ টাকা জরিমানা ও ২শ’ ৫৭ কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আটক জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দ করা ইলিশের মধ্যে ২শ’ ১৫ কেজি এতিমখানায় দিয়ে দেয়া হয়। বাকি ৬শ’ ১৪ কেজি ইলিশ কোস্টগার্ডের কাছে জমা রয়েছে।

এছাড়া অভিযানকালে ৫৮টি নৌকা ও ২শ’ ৫০ কেজি বরফ নষ্ট করা হয়।

চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, জেলা প্রশাসনের সহায়তায় মেঘনা নদীতে ১৫ দিন ধরে অভিযান চালায় নৌ-পুলিশ।

মেঘনা ও তেতুলিয়া নদীতেও জেলেরা শুক্রবার মধ্যরাত থেকে মাছ ধরতে নেমেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি জানান।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, নিষিদ্ধ ১৫ দিনে জেলায় ২৮১ জেলেকে চার দিন থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায়ের পরিমাণ প্রায় আট লাখ টাকা। এছাড়া ৪৪টি ট্রলার জব্দ এবং বিপুল পরিমাণ জাল আটক করে পুড়িয়ে দেওয়া হয়েছে।