নীলফামারীতে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক   

নাশকতার পরিকল্পনার অভিযোগে নীলফামারীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 01:17 PM
Updated : 9 Oct 2015, 01:17 PM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সৈয়দপুর ও ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানান।

সৈয়দপুর থেকে আটক হয়েছেন সৈয়দপুর পৌর জামায়াতের আমির হাফেজ মোহাম্মদ আব্দুল মনতাকিম (৩৮) ও তার ছোট ভাই উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আল হেলাল মুহিত (৩০)।

ডিমলা থেকে আটক হন উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন লেবু (৪০) এবং জামায়াতকর্মী নূর আলম (৩৮)।

সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে এমন খবরে বৃহস্পতিবার রাতে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে অভিযান চালানো হয়।

সেখান থেকে স্থানীয় আব্দুল কাদেরের দুই ছেলে মুনতাকিম ও মুহিতকে আটক করা হয় বলে জানান তিনি।

ডিমলা থানার ওসি রুহুল আমীন খান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে খগখড়িবাড়ি ইউনিয়নের দোলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মজুর আলী শেখের ছেলে আনোয়ার হোসেন লেবুকে আটক করা হয়।
এছাড়া শুক্রবার ভোরে উত্তর ঝুনাগাছ চাপানী গ্রামের ফজুলল হকের বাড়িতে অভিযান চালিয়ে নূর আলমকে আটক করা হয়।
নূর রংপুরের পীরগঞ্জ উপজেলার তালকপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। গ্রেপ্তার এড়াতে তিন দিন আগে রংপুর থেকে পালিয়ে এসে শ্বশুরবাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানান ওসি।