মাদকে জড়িত পুলিশের বিরুদ্ধেও মামলা হবে: আইজিপি

মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠলে পুলিশ সদস্যকেও মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে বলে হুঁশিয়ার করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 11:30 AM
Updated : 9 Oct 2015, 11:30 AM

শুক্রবার চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে, তাকে শুধু ডিপার্টমেন্ট থেকে বেরই করে দেয়া হবে না, তার বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করে জেল হাজতে পাঠিয়ে দেয়া হবে।

পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

আইজিপি বলেন, প্রতিমাসে বাংলাদেশ পুলিশ কমপক্ষে দুই থেকে আড়াই হাজার মাদক সংক্রান্ত মামলা নেয় এবং আটক হয় কয়েক হাজার।

“পুলিশ হাজারো কাজের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।”

ব্যাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন সৃষ্টির মাধ্যমে মাদক রোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।

চাঁদপুর সার্কিট হাউসে এই মতবিনিময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার, প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সম্পাদক রহিম বাদশা প্রমুখ।