‘ডাবের পানি পানের’ পর হাসপাতালে মৃত্যু

রাজধানীর মহাখালীতে অচেতন হয়ে পড়া এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 10:38 AM
Updated : 9 Oct 2015, 02:56 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, কিশোরগঞ্জের বাসিন্দা মৃত আব্দুল মমিন (৪৫) গাজীপুরের টাকশালের কর্মী ছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে মহাখালীতে অচেতন হয়ে পড়লে মমিনকে হাসপাতালে আনেন পথচারীরা।

“চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৩টায় তিনি মারা যান।”

উদ্ধারকারীদের বরাত দিয়ে সেন্টু বলেন, “বৃহস্পতিবার কোনও কাজে গাজীপুর থেকে ঢাকায় আসেন মমিন। মহাখালীতে বাসে বসেই ‘১৫ টাকা’ দিয়ে একটি ডাবের পানি পান করেন।

“মমিনের সঙ্গে থাকার মোবাইল ফোন ও টাকা-পয়সা কিছুই খোয়া যায়নি।”

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।