রাসিকে যুক্ত হচ্ছে ২ পৌরসভা ও ১২ ইউনিয়ন

রাজশাহী সিটি করপোরেশনে দুইটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 09:41 AM
Updated : 9 Oct 2015, 09:41 AM

আরডিএ ভবনে বৃহস্পতিবার ওই পৌরসভা ও ইউনিয়নগুলোর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এই পরিকল্পনার ঘোষণা দেন আরডিএ চেয়ারম্যান বজলুল রহমান।

তিনি সিাংবাদিকদের বলেন, রাজশাহী নগরীর তিন পাশের এই দুই পৌরসভা ও ১২টি ইউনিয়নের আয়তন ৩৬৪ বর্গকিলোমিটার।

“এ নিয়ে আগামী ২০ বছরের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।”

এলাকাগুলোর মধ্যে রয়েছে পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভা।

এছাড়া ইউনিয়নগুলো হলো পবা উপজেলার হরিপুর, দামকুড়া, হড়গ্রাম, বড়গাছি, পারিলা, হরিয়ান, হুজুরিপাড়া, চারঘাট উপজেলার ইউসুফপুর, সরদহ, সালুয়া এবং পুঠিয়া উপজেলার বেলপুকুর ও বানেশ্বর।

বজলুল রহমান জানান, রাজশাহী শহর ও এর আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়নের জন্য ১৯৭৬ সালের ১৯ অক্টোবর রাজশাহী শহর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়। শুরুতে এ কর্তৃপক্ষের আওতাধীন এলাকা ছিল ১২৭ বর্গকিলোমিটার।

তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরীর এলাকা বেড়ে ৩৬৪ দশমিক ১৯ বর্গকিলোমিটার হবে বলে জানান তিনি।