রাজশাহীর দুই থানার ওসি প্রত্যাহার

রাজশাহীর বাঘা ও চারঘাট থানার দুই ওসিকে প্রত্যাহার করেছে পুলিশ কর্তৃপক্ষ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 07:57 AM
Updated : 9 Oct 2015, 07:57 AM

তাদের জায়গায় সীমান্তবর্তী এ দুই থানায় দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে বদলি হয়ে যাওয়া দুই ওসিকে। শুক্রবার থেকেই তাদের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

রাজশাহী জেলার পুলিশ সুপার নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি হয়েছে।”

বাঘা থানার ওসি আমিনুর রহমানকে পুলিশ লাইনে বদলি করে ওই থানার দায়িত্ব দেওয়া হয়েছে আলি মাহামুদকে।

আর চারঘাট থানার ওসি আলমগীর হোসেনের জায়গায় এসেছেন ডিএমপির গোয়েন্দা শাখা থেকে বদলি হয়ে আসা নিবারণ চন্দ্র বর্মণ।

দুই ওসিকে প্রত্যাহারের কারণ জানতে চাইলে পুলিশ সুপার বলেন, “প্রশাসনিক কারণে রদবদল করা হয়েছে। চারঘাট থানায় ওসি ব্যক্তিগত কারণ দেখিয়ে বদলি চেয়েছিলেন। আর বাঘা থানায় আমিনুর রহমান দ্বিতীয় বারের মত ওসির দায়িত্ব পালন করছেন।”

তবে রাজশাহী জেলা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘মাদক চোরাচালানে’ পৃষ্ঠপোষকতা দেওয়া ও ‘গ্রেপ্তার বাণিজ্যের’ অভিযোগ ওঠায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার এ দুই থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চারঘাট থানা থেকে প্রত্যাহার হওয়া আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ‘দ্বন্দ্ব তৈরি হওয়ায়’ তিনি নিজেই সরে যেতে চেয়েছেন।

“চারঘাট থানা এক সময় আওয়ামী লীগের পার্টি অফিস ছিল। আমি যোগ দেওয়ার পর সেটিকে থানা বানিয়েছি। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আমার দ্বন্দ্ব চলছিল। আমিই বদলির আবেদন করেছিলাম।”