মিনায় নিহতদের মধ্যে ৬৭ জন বাংলাদেশি শনাক্ত

হজের মধ্যে মিনায় পদদলনে নিহত ৭৬৯ জনের মধ্যে এ পর্যন্ত ৬৭ জন বাংলাদেশিকে শনাক্ত করেছেন সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 07:33 AM
Updated : 9 Oct 2015, 07:33 AM

রাষ্ট্রদূত গোলাম মসিহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার পর্যন্ত আমরা ৬৭ জনকে শনাক্ত করতে পেরেছি। এখনো ১০৯ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।”

হজের আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় ৭৬৯ জন নিহতের কথা সৌদি কর্তৃপক্ষ জানালেও এই সংখ্যা কয়েক হাজার বলে ইরানের দাবি।

সৌদি কর্তৃপক্ষ লাশ উদ্ধারের পর ছবি ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করে এবং তাদের শনাক্ত করার জন্য ছবি প্রকাশ করে।

ওই ছবির সঙ্গে মিলিয়েই বাংলাদেশিদের শনাক্ত করার কাজ শুরু করেন হজ কর্মকর্তা ও এজেন্সিগুলো। সৌদি আরব থেকে স্বজনের মৃত্যুর খবর পেয়ে অনেকেই ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করেন।  

শনাক্ত হওয়া লাশ দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “নিহতদের আত্মীয়-স্বজনদের অধিকাংশই সৌদি আরবে দাফনের ইচ্ছার কথা বলছেন।”

হাজিদের মরদেহ আপাতত মক্কার মাইসাম হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের আরও কিছু ছবি প্রকাশ করার কথা রয়েছে সৌদি কর্তৃপক্ষের।