দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বাংলাদেশের ভেতরে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 04:14 AM
Updated : 9 Oct 2015, 04:43 AM

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশিদের একটি দল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের পিছু নিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।” 

নিহত রহিম (৩০) আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওরাটারী গ্রামের আবুল কাশেমের ছেলে।

আহতদের মধ্যে সুলতান নামের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাজু, সুমন ও বারেককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুলতান বলছেন, বিএসএফের একটি দল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় সাড়ে ৩০০ গজ ভেতরে ঢুকে গরু নিয়ে যেতে চাইলে তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে চারটি গরু নিয়ে সীমান্তের ওপারে চলে যায়।

বিএসএফ রাবার বুলেট ছুড়েছে বলে বিজিবি দাবি করলেও এ বিষয়ে একমত নন লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক মৃনাল কান্তি রায়।

তিনি বলেন, “আহতদের মধ্যে রহিম ও সূলতানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছিল। রহিমের ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দেখে রাবার বুলেট মনে হয়নি।”

বিজিবি অধিনায়ক বজলুর রহমান হায়াতী বলেন, “এ বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। আজ (শুক্রবার) বিকাল ৪টায় দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হবে।”