গাজীপুরে রেলসেতুতে ট্রেনের ধাক্কায় ২ প্রতিবন্ধীর মৃত্যু

গাজীপুরের ভুরুলিয়া এলাকায় রেলসেতু পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী দুই পোশাককর্মীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তাদের আরও তিন সহকর্মী।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 03:28 AM
Updated : 9 Oct 2015, 06:24 AM

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, শুক্রবার সকালে জামালপুরগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেন ভুরুলিয়া রেলব্রিজ পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার মো. রমজান আলী (৩০) ও পারভেজ (৩২)। আহত দুজনের নাম জানা গেছে। এরা হলেন- মোমিন মিয়া (৩০) ও সুমন।

হতাহতরা সবাই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। কোনাবাড়ির জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট নামের একটি কারখানার বধির ইউনিটে কাজ করতেন তারা।

ভুরুলিয়ার মার্কাজ মসজিদে তাবলীগের প্রচারের কাজ শেষে ফেরার পথে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তারা দুর্ঘটনায় পড়েন।

হতাহতদের সঙ্গে ছিলেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সামিউল বাশার, ‍যিনি বধিরদের সহযোগী হিসেবে সেখানে গিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাশার বলেন, তিনি ও সাতজন বধিরসহ কিছু শ্রমিক বৃহস্পতিবার ভুরুলিয়া মার্কাজ মসজিদে তাবলীগের কাজে যান। সেখান থেকে রমজানসহ পাঁচজন বধির শুক্রবার সকালে জরুনের উদ্দেশ্যে রওনা হন।

“তারা ভুরুলিয়া এলাকার রেলব্রিজে উঠার পর ট্রেন চলে এলে রমজান আর পারভেজ ধাক্কা খেয়ে চিলাই নদীতে পড়ে যায়। তাদের সঙ্গে থাকা মোমিন মিয়া, সুমনসহ তিনজন লাফ দিয়ে নদীতে পড়ে যায়।”

পরে এলাকাবাসী ও মার্কাজের লোকজন খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চিলাইয়ের ওপর ওই নির্মিত রেল সেতুটির দৈর্ঘ্য ৩৫ ফুট। একটু দূরে আরেকটি সড়ক সেতু থাকলেও বধির পোশাককর্মীদের ওই দলটি পারাপারের জন্য রেলসেতুতে উঠেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।