পল্লবীর সেই বাসা থেকে জামায়াতের ৩ নেতাকর্মী আটক

এক মাস আগে রাজধানীর পল্লবীর যে বাসা থেকে জামায়াতে ইসলামীর সাবেক দুই সাংসদসহ ১৩ নেতাকর্মীকে ‘বিস্ফোরকসহ’ গ্রেপ্তার করা হয়েছিল সেই বাসা থেকে দলটির এক কেন্দ্রীয় নেতা ও দুই নারী কর্মীকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 06:00 PM
Updated : 8 Oct 2015, 06:00 PM

এরা হলেন- জামায়াতের কেন্দ্রীয় নেতা আবদুল গফুর (৩৫)  এবং কর্মী ফাতেমাতুজ জোহরা মুক্তা (২২) ও ফৌজিয়া (২৫)।

নাশকতার পরিকল্পনার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয় বলে পল্লবী থানার ওসি দাদান ফকির জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হারুনুর রশীদের পল্লবীর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনের বাসায় বৃহস্পতিবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

“তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।”

এর আগে গত ৭ সেপ্টেম্বর ওই বাসায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ‘শক্তিশালী বিস্ফোরক’ উদ্ধারের কথা জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।

সেদিন ওই বাসার মালিক  হারুনুর রশীদও গ্রেপ্তার হয়েছিলেন। বৃহস্পতিবার আটক ফাতেমাতুজ জোহরা মুক্তা হারুনের পুত্রবধূ বলে ওসি দাদান ফকির জানান।