আগোরা ও স্বপ্নকে ৫ লাখ টাকা জরিমানা

অননুমোদিত পণ্য রাখায় পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে সুপার শপ আগোরা ও স্বপ্নের রাজধানীর উত্তরা আউটলেটকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 03:02 PM
Updated : 8 Oct 2015, 03:11 PM

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জসিম উদদীন সড়কে আগোরায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের অনুমোদনহীন প্রসাধন সামগ্রী পেয়ে তা জব্দও করেছে ভ্রাম্যমাণ আদালত।

“সাবান, ক্রিমসহ এসব পণ্যের কোনো বৈধ কাগজ তারা দেখাতে পারেনি,” বলেন ফজলুল হক।

আগোরায় থাকা কর্মকর্তা দিদারুল ইসলাম সাংবাদিকদের স্বীকার করেন যে জব্দ করা পণ্যের বিএসটিআই অনুমোদন ছিল না।

“তবে এসব পণ্য আউটলেটে রাখা না রাখার বিষয়টি আমি দেখি না,” বলেন তিনি।

জসিম উদদীন সড়ক থেকে আজমপুর গিয়ে ‘স্বপ্ন’ এর আউটলেটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

সেখানেও বিএসটিআইর অনুমোদনবিহীন সাবান, টফি, নুডুলসসহ কয়েক ধরনের খাদ্যপণ্য ও প্রসাধন সামগ্রী পাওয়ার যায় বলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম জানান। এজন্য তাদের জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা।

এদিন র‌্যাবের আরেকটি একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগ ও গোড়ানে অভিযান চালিয়ে আট বেকারির মালিককে সোয়া ৬ লাখ টাকা জরিমানা করে।