এশিয়ান টিভির চেয়ারম্যানকে গ্রেপ্তারে পরোয়ানা

চেক প্রতারণার মামলায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 02:07 PM
Updated : 8 Oct 2015, 02:07 PM

আদালতের সমন পেয়েও নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে ৭৫ লাখ টাকার ১৫টি চেক প্রতারণার মামলায় পরোয়ানা জারির এই আদেশ দেন মহানগর হাকিম নুরু মিয়া।

টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান নাইট ইন্টারন্যাশনালের অংশীদার রাশেদ আহমেদ গত ২১ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলাগুলো করেছিলেন।

মামলার অন্য আসামি এশিয়ান টিভির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বৃহস্পতিবার একই আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

বাদীর আইনজীবী ইয়ার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে আসামিদের প্রতিষ্ঠানের কাছে বাদী ৭৫ লাখ টাকা পান।

“পাওনা দিতে আসামিরা এক্সিম ব্যাংকের ৭৫ লাখ টাকার ১৫টি চেক দেন। বাদী চেকগুলো ভাঙাতে গেলে আসামিদের একাউন্টে কোনো টাকা না থাকায় তা ফেরত আসে।”

আসামিদের তা জানিয়ে কোনো সাড়া না পেয়ে আইনি নোটিস পাঠায় নাইট ইন্টারন্যাশনাল। তাতেও পাওনা পরিশোধ না করায় মামলাগুলো করা হয় বলে ইয়ার খান জানান।