পুলিশ হত্যা মামলায় ৩ জামায়াতকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় হত্যা মামলার আসামি জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 01:34 PM
Updated : 8 Oct 2015, 01:34 PM

এরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র রাজবাড়ি গ্রামের মৃত রফিক কাজীর দুই ছেলে বাবলু কাজী (৪৮) ও শফিকুল কাজী (৪৫) এবং একই গ্রামের নুরুল আলমের ছেলে আব্দুর রশিদ (৪৫)।

বৃহস্পতিবার ভোরে সুন্দরগঞ্জ রামভদ্র রাজবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি মো. ইসরাইল হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের গাইবান্ধা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকর্মীরা বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হামলা চালায়।

“ওইদিন জামায়াত-শিবিরকর্মীরা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে।

“ওই ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে, যেখানে এদের আসামি করা হয়।”

তাদের বিরুদ্ধে এই মামলা ছাড়াও একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানান ওসি ইসরাইল হোসেন।