চাচার দায়ের কোপে ভাতিজা খুন, মামলা

কিশোরগঞ্জে চাচার রামদায়ের কোপে ভাতিজার খুনের ঘটনায় সাতজনকে আসামি করে মামলা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 12:17 PM
Updated : 8 Oct 2015, 12:17 PM

বৃহম্পতিবার দুপুরে নিহত রোকনের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার এসআই শফিকুল ইসলাম।

ছাগলে গাছ খাওয়া নিয়ে বুধবার সন্ধ্যায় বিকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীর দামপাড়া গ্রামে খুন হন রোক উদ্দিন।

মামলার আসামিরা হলেন- রোকনের চাচা জসিম উদ্দিন, তার স্ত্রী শাহানা খাতুন, তাদের দুই ছেলে সুজন ও বোরহান। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও তিনজন রয়েছেন।

ঘটনার পর থেকে জসিম পলাতক আছেন বলে জানান এসআই।

মামলার নথি থেকে জানা যায়, বুধবার বিকালে বীর দামপাড়া গ্রামে জসিম উদ্দিনের একটি শিম গাছ খেয়ে ফেলে তার ভাতিজা রোকনের ছাগল।

এতে জসিম ক্ষিপ্ত হয়ে রোকনের স্ত্রীকে গালাগাল ও মারধর করলে স্থানীয়র মাতবরেরা জসিমের বাড়ি গিয়ে সালিশের সিদ্ধান্ত দেন।

মাতবরেরা চলে যাওয়ার পর জসিম রামদা নিয়ে রোকন ও জেসমিনের উপর হামলা চালালে দায়ের কোপে রোকনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন তার স্ত্রী জেসমিন।

জেসমিন কিশোরগঞ্জ জেলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।