রাষ্ট্রপতির সঙ্গে কাতারে নিযুক্ত দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 11:08 AM
Updated : 8 Oct 2015, 11:28 AM

বৃহস্পতিবার বিকালে নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'সাক্ষাতের সময় নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে রাষ্ট্রপতি কাতারের আমিরের প্রতি শুভেচ্ছা জানান এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।'

"রাষ্ট্রপতি আরও বলেন, '২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজনে দেশটিতে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজে প্রচুর জনবলের প্রয়োজন হবে'।"

বাংলাদেশ যাতে এ সুযোগ কাজে লাগাতে পারে সেজন্য রাষ্ট্রপতি কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।

প্রেস সচিব জয়নাল জানান, নতুন রাষ্ট্রদূতকে কাতারে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এছাড়া এলএনজি গ্যাস আমদানিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য নতুন দূতকে পরামর্শ দেন।

আসুদ আহমেদ এ সময় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা কামনা করেন বলে জানান প্রেস সচিব।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।