‘বোমার মুখে’ পুলিশের গুলি, আটক ২

গোপালগঞ্জে গভীর রাতে চোরাই মোটরসাইকেল ধরতে যাওয়া পুলিশের উপর ‘বোমা হামলার’ ঘটনা ঘটেছে। সে সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন একজন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 06:06 AM
Updated : 8 Oct 2015, 08:33 AM

গুলিবিদ্ধ ওই ব্যক্তিসহ মোটরসাইকেল ‘চোরচক্রের’ দুইজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার রাত ৩টার দিকে সদর উপজেলার চর গোবরা এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সেলিম রেজা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সদর উপজেলা মোড় থেকে মোটরসাইকেল চুরির খবর পেয়ে সেখানে যায় পুলিশ।

“চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তাদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোঁড়ে। বোমাটি রাস্তায় বিস্ফোরিত হওয়ায় পুলিশের কেউ আহত হননি।”

‘চোরদের ঠেকাতে ও আত্মরক্ষায়’ পুলিশ এসময় গুলি চালালে একজন এবং আরেকজন মোটরসাইকেল থেকে পড়ে আহত হন বলে জানান ওসি।

ডান পায়ে গুলিবিদ্ধ সোবহান মোল্লাকে (৩২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে।

আটক অন্যজন খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা এলাকার আশিক গাজী (৩৫)।

মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রকে চিহ্নিত করে তাদেরকে ধরতে কয়েকদিন ধরেই জেলায় অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি সেলিম।