সিরাজগঞ্জে কৃমিনাশক ওষুধ খেয়ে ১৫ শিশু হাসপাতালে

সিরাজগঞ্জে কৃমিনাশক ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় একটি বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 03:32 PM
Updated : 7 Oct 2015, 03:41 PM

বুধবার দুপুরে সদর উপজেলার বাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন খন্দকার ও অসুস্থ শিক্ষার্থীদের স্বজনরা।

সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই শিক্ষার্থী জানায়, স্কুলে দুপুর ২টার দিকে তাদের কৃমিনাশক ওষুধ খাওয়ান স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এর কিছুক্ষণ পর তারাসহ ১৫ শিক্ষার্থীর পেট ব্যথা এবং মাথা ব্যথা শুরু হয়। তখন শিক্ষকরা তাদের হাসপাতালে নিয়ে আসেন। 

সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ফারহানা নাসির রাখি বলেন, “খালি পেটে খেলে অথবা পেটে অধিক পরিমাণ কৃমি থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এতে শঙ্কিত হওয়ার কিছু নেই।”

বর্তমানে ১৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ সিভিল সার্জন দেবব্রত রায় বলেন, “কৃমিনাশক ওষুধ খেয়ে জেলার অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ স্কুলে কেন এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে।”