নয়ীম গহরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও গীতিকবি নয়ীম গহরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 03:01 PM
Updated : 7 Oct 2015, 03:01 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

বুধবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নয়ীম। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এর আগে ২০০০ সালে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।

বুধবার দেওয়া এক শোক বার্তায় স্বাধীনতা যুদ্ধে নয়ীম গহরের অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় তার লেখা দেশাত্মবোধক গান স্বাধীনতাপ্রেমী জনগণকে অনুপ্রেরণা জুগিয়েছে। জাতি তার এই অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবে।”

প্রয়াত এই গীতিকবির পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।