পোশাক খাতের অগ্রগতিতে ‘সন্তোষ’ জার্মান মন্ত্রীর

তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এ খাতের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন জার্মানির সফররত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী জার্ড মুলার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 02:55 PM
Updated : 7 Oct 2015, 02:55 PM

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে মুলার একথা জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর অগ্নি ও শ্রমিক নিরাপত্তার উন্নতি হওয়ার কথা বলেছেন মুলার। সেসময় প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা জানিয়ে তৈরি পোশাক ক্রেতাদের পোশাকের দাম বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি দুশ’ ভাগ বাড়ানোর কথাও জার্মান মন্ত্রীকে জানান শেখ হাসিনা।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “জার্মান মন্ত্রী বাংলাদেশকে প্রিয় অংশীদার হিসাবে উল্লেখ করে চামড়া ও জ্বালানি খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।”

বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নাবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে জার্মানির সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলেও জানান তিনি।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।