যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 01:39 PM
Updated : 7 Oct 2015, 01:47 PM

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলার ধুমঘাট গ্রামের বাসুদেব মণ্ডল ও তার পরিবার এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাসুদেব মণ্ডলের কাকীমা শ্রী মতি মণ্ডল বলেন, গত ১৩ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলা যুবলীগের আহবায়ক গোলাম মোস্তফা ওরফে বাংলাভাইয়ের নেতৃত্বে ২৫-৩০ জনের লাঠিয়াল বাহিনী তাদের ধুমঘাট মৌজার শত বছরের রেকর্ড দখলীয় ২৫ শতক জমি দখল করে নেয়।

এছাড়া গোলাম মোস্তফা তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করেন অভিযোগ করে শ্রীমতি বলেন, চাঁদা না দিলে বাসুদেবকে অপহরণের হুমকিও দিয়েছেন গোলাম মোস্তাফা।

এই যুবলীগ নেতা ইতোমধ্যে স্থানীয় আরও কয়েকজনের জমি, মাছের ঘের ও দোকানপাট দখল করেছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, “আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।”

বাসুদেবের জমি দখলের বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন।