করাতকলে গলা কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে একটি করাতকলে করাত ছিঁড়ে পড়ে গলা কেটে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 01:20 PM
Updated : 7 Oct 2015, 01:20 PM

বুধবার রানীশংকৈল উপজেলায় ধর্মগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রানীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত জানান।

নিহত তসলিম উদ্দীন (৩৫) চেংমারী গ্রামের পৌষা মোহাম্মদের ছেলে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, দুপুরে শ্রমিকরা কাঠ কাটার সময় মিলের করাত ছিঁড়ে তসলিমের গলায় আঘাত করে। এতে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।

তসলিমের বাবা বলেন, “কাঠ কাটার করাতগুলোর সামনে নিরাপত্তা বেষ্টনী না থাকায় সেটি  ছিঁড়ে সরাসরি আমার ছেলের গলায় আঘাত করে।”

ওসি সুকুমার বলেন, মিলটি বৈধ কি না এবং এতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর মিল মালিক পালিয়ে গেছেন বলে জানান তিনি।