৩ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন বৃহস্পতিবার

প্রায় ৪৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার তিনটি বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 12:50 PM
Updated : 7 Oct 2015, 12:50 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশুগঞ্জের এ তিনটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন।

ইতোমধ্যেই এ তিনটি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসতে শুরু করেছে; আর একটি কেন্দ্রের কম্বাইন্ড সাইকেল ইউনিটের ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ নভেম্বর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গ্যাসভিত্তিক এ তিনটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে রয়েছে আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। ২৫ কোটি ৬০ লাখ ডলার ব্যয়ের এ প্রকল্পের সিম্পল সাইকেলের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ ইতোমধ্যেই জাতীয় গ্রিডে যোগ হতে শুরু করেছে।

কম্বাইন্ড সাইকেল নির্মাণ সম্পন্ন হয়ে আরও ৭৫ মেগাওয়াট নভেম্বরেই জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এএমএম সাজ্জাদুর রহমান জানিয়েছেন।

ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয়েছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে। উদ্যোক্তা কোম্পানি হিসেবে ইউনাইটেড এন্টারপ্রাইজ বিদ্যুৎ কেন্দ্রটির ৭১ শতাংশের মালিক। বাকি ২৯ শতাংশ আশুগঞ্জ পাওয়ার কোম্পানির।

প্রায় ১৭ কোটি ডলারের নির্মাণ কাজ শেষে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

৫১ মেগাওয়াটের ইন্ডিপেনডেন্ট বিদ্যুৎ কেন্দ্রটি (আইপিপি) করেছে মিডল্যান্ড পাওয়ার কোম্পানি।

দেশের অন্যতম প্রধান বিদ্যুৎ উৎপাদন হাব আশুগঞ্জে বর্তমানে সরকারি- বেসরকারি আটটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় ১২১৪ মেগাওয়াট।

২০১৩ সালে শেখ হাসিনা প্রায় ১৩০০ মেগাওয়াটের পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন; যার মধ্যে দুটি বিদ্যুৎ কেন্দ্র এখনো নির্মাণাধীন।

সাজ্জাদুর রহমান বলেন, আশুগঞ্জে প্রতিটি ৪৫০ মেগাওয়াট করে উৎপাদন ক্ষমতার দুটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণধীন রয়েছে। এগুলোর মধ্যে একটির কাজ ৯৫ শতাংশ এবং অন্যটির কাজ ৭১ শতাংশ শেষ হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত ছয় বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণের বেশি বাড়লেও দেশের প্রায় ২৬ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে।

প্রায় ছয় হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ২৫টি বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে নির্মাণাধীন রয়েছে।