পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট পালিত

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে ছাত্র ধর্মঘট শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 12:11 PM
Updated : 7 Oct 2015, 12:11 PM

বুধবার রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট ডাকে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

এছাড়া বান্দরবান ও খাগড়াছড়িতেও ধর্মঘট পালিত হয় বলে পিসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধর্মঘট চলাকালে রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, সকাল থেকে রাঙামাটি সরকারি কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছে। এ কারণে ক্লাস-পরীক্ষাও হয়নি।

ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েল চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার অধিকাংশ উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ছাত্র ধর্মঘট শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

পাশাপাশি একই দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।