সাতক্ষীরায় দুর্গা প্রতিমা ভাংচুর

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আসন্ন দুর্গা পূজার জন্য তৈরি ১৫টি প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 11:40 AM
Updated : 7 Oct 2015, 11:40 AM

আশাশুনি থানার ওসি আজমল হুদা জানান, মঙ্গলবার গভীর রাতে প্রতাপনগর ইউনিয়নের কর্মকারপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের সভাপতি অমিত সোম ঘোষ বলেন, দুর্গা পূজাকে সামনে প্রতিমাগুলো মন্দিরে রেখে নির্মাণ করা হয়।  

সাতক্ষীরার আশাশুনিতে আসন্ন পূজার জন্য তৈরি দুর্গা প্রতিমা মঙ্গলবার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরার আশাশুনিতে আসন্ন পূজার জন্য তৈরি দুর্গা প্রতিমা মঙ্গলবার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

“রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ১৫টি প্রতিমা ভেঙেছে। কোনটির হাত, কোনটির মাথা ভেঙে ফেলেছে তারা।”
সকালে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয় বলে জানান তিনি।

দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনসে এক জরুরি বৈঠকে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন,  এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।