সাত খুন: পলাতকদের বিরুদ্ধে বিজ্ঞপ্তির নির্দেশ

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জনকে নিয়মিত হাজিরা শেষে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 08:50 AM
Updated : 7 Oct 2015, 08:50 AM

একই সঙ্গে পলাতক ১৩ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তা আগামী ধার্য তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার হাজিরা দিন শুধু র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন জানালে তা নাকচ করা হয়।

সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচএম শফিকুল ইসলামের আদালতে এ মামলার শুনানি হয় বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণ করা হয়।

তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।