চুক্তি বাস্তবায়নের দাবিতে পাহাড়ে ছাত্র ধর্মঘট

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে একদিনের ছাত্র ধর্মঘট চলছে তিন পার্বত্য জেলায়।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 06:51 AM
Updated : 7 Oct 2015, 06:51 AM

জ্যোতিরিন্দ্র বেধিপ্রিয় লারমার (সন্তু লারমা) নেতৃত্বাধীন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এ ধর্মঘট ডেকেছে।

পিসিপির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা জানান, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণার দাবিতে সন্তু লারমা ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার এ ধর্মঘট ডাকা হয়েছে।

“তিন পার্বত্য জেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। ক্লাশ চলার সময় পর্ষন্ত ধর্মঘট চলবে।”

গত ৩০ সেপ্টেম্বর রাঙামাটিতে এক সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।