গাজীপুরে ৮০০ পাখিসহ আটকের পর দুইজনকে সাজা

গাজীপুরে আটশ মুনিয়া ও টিয়া পাখিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তাদের এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 06:00 AM
Updated : 7 Oct 2015, 09:23 AM

বন সংরক্ষক (বন্যপ্রাণী) তপন কুমার দে জানান, বুধবার ভোরের দিকে সিটি করপোরেশনের আউটপাড়ার রিয়াজনগর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এই দুজন হলেন- শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নজরুল (৩৮) ও লাল মিয়া (৪০)। তাদের কাছ থেকে ৪২০টি মুনিয়া এবং ৩৮০টি টিয়া পাখি উদ্ধার করেছেন বন কর্মকর্তারা।

তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিদেশে পাচার করার জন্য’ তারা রাজশাহী থেকে পাখিগুলো ধরে এনেছিল।

“গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের ওয়াউল্ড লাইফ ইন্সপেক্টর অসীম মল্লিকের নেতৃত্বে অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয়।”

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার দুজনকে

এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এসব পাখি ঢাকার বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হবে বলে তপন কুমার জানান।