পাটের মোড়ক ব্যবহার নিশ্চিতে এ মাসেই অভিযান: পাট প্রতিমন্ত্রী

ছয়টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করতে আগামী ২৫ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী অভিযান শুরু করতে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 04:57 PM
Updated : 6 Oct 2015, 04:57 PM

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম (ফাইল ছবি)

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

প্রতিমন্ত্রী  বলেন, “পণ্যে পাটজাত দ্রব্যের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুসারে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মোড়কে পাট ব্যবহার করতে হবে। আইনটির প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর থেকে সড়ক, মহাসড়ক, চাল উৎপাদনকারী এলাকা এবং ঢাকার প্রবেশমুখসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।”

অভিযানের সময় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, পাট অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র‌্যাব এই অভিযানে অংশ নেবে বলেও জানান পাট প্রতিমন্ত্রী।