রাঙামাটিতে ৪ অপহৃতের খোঁজ মেলেনি  

পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর অভিযানেও রাঙামাটির বিলাইছড়ি থেকে অপহৃত দুই পর্যটকসহ চারজনের খোঁজ তিন দিনেও মেলেনি।  

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 10:29 AM
Updated : 6 Oct 2015, 10:29 AM

তবে অপহৃতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার সায়েদ তারিকুল ইসলাম ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহৃতদের উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।”

রুমা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল রুমা সেনা জোনের অধীনে হওয়ায় সেখানে সেনাবাহিনী ও বিজিবি অভিযান চালাচ্ছে।”

অপহৃত চারজন হলেন- ঢাকা নগরীর মিরপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন মুন্না (৩৪), ছাত্র আবদুল্লাহ জুবায়ের (২৬), স্থানীয় গাইড মানছাই ম্রো (৩২) ও লাল রিং ছাং বম (৩০)।

শনিবার বিকাল ৩টায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের নতুন পুকুর এলাকা থেকে এ চারজনসহ মোট ৬ জনকে ‘সশস্ত্র একটি দল’ অপহরণ করে বলে স্থানীয়রা জানান।

অপহৃত বাকি দুইজন অভিরাং ত্রিপুরা ও মনীন্দ্র ত্রিপুরাকে শনিবার রাতেই ছেড়ে দেয় অপহরণকারীরা।

এদিকে অপহৃত চার জনকে উদ্ধারে বুধবার সন্ধ্যা পর‌্যন্ত সময় বেঁধে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয় গ্রাম প্রধান তোয়ারলম বম কারবারী ও খুমী নেতা লোঙা খুমী বলেন, বুধবার সন্ধ্যার মধ্যে অপহৃতদের উদ্ধার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।